টঙ্গীবাড়ি জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত

  লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ১৯:৩৯ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০০:২২

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা জাতীয় পার্টির কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে  টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে। পরিচিতি সভায় বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের ও বিএনপি'র ধ্বংসাত্মক কার্যকলাপের তীব্র সমালোচনা করে এবং আওয়ামী লীগকে আপদ ও বিএনপিকে বিপদ আখ্যায়িত করে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জামাল হোসেন। টঙ্গীবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান বাদলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু,কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রনেতা মোঃ নোমান মিয়া, জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব জানে আলম,মিরকাদিম পৌর জাতীয় পার্টির সভাপতি ইসমাইল হোসেন রাহাত ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইন সহ জেলা জাতীয় পার্টি ছাড়াও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় যুগ্ম-সচিব ও লৌহজং উপজেলা সভাপতি সাবেক ছাত্র নেতা মোঃ নোমান মিয়াকে দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে দলীয় মনোনয়নের দাবি জনানো হয়। এ সময় বক্তারা জেলা জাতীয় পার্টির সভাপতি জয়নাল আবেদীন  ও সাধারণ সম্পাদক রাফায়েত উল্লাহ সেলিমকে অযোগ্য দাবি করে তাদের তীব্র সমালোচনা করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত