কাউনিয়ায় মটর সাইকেল চুরি!

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৬ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১৩:৪৭

কাউনিয়া উপজেলার বেইলী ব্রীজ এলাকায় চেতনার পার্শে বায়তুল জামে মসজিদের সামন থেকে একটি বাজাজ মটর সাইকেল চুরি গেছে। খবর নিয়ে জানাগেছে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শহীদবাগ বেইলী ব্রীজ চেতনা সংলগ্ন বায়তুল জামে মসজিদের সামনে কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের আলতাফ হোসেনের পুত্র মোঃ সজীব মিয়া তার ব্যবহৃত বাজাজ ডিসকভার ১২৫ সিসি মটর সাইকেলটি যার রেজিষ্ট্রেশন নং রংপুর-ল-১২-২৯৬৯ রেখে মাগরিবের নামাজ পড়তে মসজিদে প্রবেশ করেন। নামাজ শেষে বের হয়ে দেখেন তার মটর সাইকেল টি কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত