‘লকডাউন’ দেখতে বেরোনো প্রায় ৬০০ ব্যক্তি গুনলেন জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ জুলাই ২০২১, ১৮:০৪ |  আপডেট  : ১৩ নভেম্বর ২০২৪, ১১:২৬

‘লকডাউন’ দেখতে বাইরে বেরোনো সেই ছয় শতাধিক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। লকডাউনের প্রথমদিনে বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে এসব ব্যক্তিকে আটক করা হয়।


তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার (২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। দুপুর থেকে একে একে তাদের আদালতে হাজির করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাদের দুইশ' থেকে দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা করে আদেশ দেন।

সিএমএম কোর্ট হাজতের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রায় ৬০০ মানুষকে ডিএমপি আইনে মামলা দিয়ে হাজির করা হয়। আদালত তাদের বিভিন্ন পরিমাণে জরিমানা করে আদেশ দেন। সেই জরিমানা পরিশোধ সাপেক্ষে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত