হাসপাতালে চলছে চরম উত্তেজনা

৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধাকে গণপিটুনি

  মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৮:০৫ |  আপডেট  : ৩ এপ্রিল ২০২৫, ১২:০৭

মুন্সীগঞ্জ শহরের ১১নং কোর্টগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাইট গার্ড আবুল হোসেন (৬৫) তৃতীয় শ্রেণির ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করে। এই ঘটনায় স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে ধর্ষক আবুল হোসেনকে। তবে পুলিশ বলছে ধর্ষককে এখন পর্যন্ত গ্রেফতার বা আটক করা হয়নি। ধর্ষক আবুল হোসেন কোর্ট গাও এলাকার ছেলে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ধর্ষককে ঢাকা নিতে ব্যার্থ হয় পুলিশ ও সেনাবাহিনী। 
  
সোমবার স্কুলের ভিতরে শিশুটিকে ধর্ষণ করে। মেয়েকে পড়তে না যাওয়ায় কারণ জানতে গেলেই ধর্ষিতার মা সহ এলাকায় জানাজানি হলে এলাকার লোকজন সকাল সাড়ে ৯টায় স্কুলটি ঘিরে রাখে এবং নাইট গার্ড আটকে রাখে। পরবর্তীতে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নয় বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধা আবুল হোসেন (৬৫) কে মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে আনার পরে স্থানীয় শত শত নারী পুরুষ হাসপাতালে ভীড় করে ধর্ষককে মেরে ফেলার জন্য। পরিস্থিতি কোনভাবেই সামাল দিতে পারছিলেন না প্রশাসন। পরে অবস্থা বেগতিক দেখে হাসপাতালটি সেনাবাহিনী নিয়ন্ত্রনে নেয়। পুলিশের উর্ধ্বতন সকল কর্মকর্তা হাসপাতালে পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করছে। হাসপাতালের রোড গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরবতীতে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সড়ক থেকে সাধারণ লোকজনকে সরিয়ে দেয়া হয়। 

মঙ্গলবার বেলা ১০টার দিকে বিদ্যালয়ের ভিতরেই গণপিটুনির ঘটনা ঘটে। গণপিটুনির পর ধর্ষক আবুল হোসেনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

সদর থানার ওসি তদন্ত সজীব দে বলেন, ধর্ষক হাসপাতালে ভতি রয়েছে। গ্রেফতার করা হয়েছে কিনা এ বিষয়ে প্রশ্ন করলে জানান এখন পযন্ত গ্রেফতার করা হয়নি। লিখিত অভিযোগ পেলে গ্রেফতার করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে পৌছে এলাকাবাসীর হাত থেকে নৈশ্রপ্রহরীকে উদ্ধার করে। তিনি বলেন, এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হাসপাতালে একটি ঘটনা ঘটতে পারে। সাধারণ মানুষের ভীড়ে হিমশিম খাচ্ছে প্রশাসন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত