৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ১০ বছর পর গ্রেফতার

  মাহমুদুর রহমান(তুরান)

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৯ |  আপডেট  : ২৩ নভেম্বর ২০২৪, ০৩:১৩

মাদক মামলায় ১০ বছর ধরে পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার সাহা (৪৫)। মঙ্গলবার রাতে সিলেট শহর হতে গ্রেফতার হন তিনি। ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: মামুন-আল-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘ সময় পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার সাহাকে গ্রেফতার করা গেছে।

প্রদীপ কুমার সাহা মুনসুরাবাদ গ্রামের সুনিল সাহার ছেলে। পুলিশ জানায়, ২০০৮(মামলা নম্বর ভাঙ্গা জিআর-১৭৩/০৮) ও ২০১৩(মামলা নম্বর ভাঙ্গা জিআর- ৩৩৫/১৩) সালে পৃথক দুইটি মাদক মামলা হয় প্রদীপ সাহার বিরুদ্ধে। উক্ত দুই মাদক মামলায় যথাক্রমে ০২ ও ০৫ বছর করে মোট ৭ বছর তার সাজা হয়। ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: মামুন-আল-রশিদ এই প্রতিবেদককে আরো বলেন,দীর্ঘদিন আসামি পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সাহায্যে সিলেট শহর হতে সাব- ইন্সপেক্টর কবির হোসেন মোল্লার নেতৃত্বে ভাঙ্গা থানার একটা টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে সকালে আদালতে পাঠানো হয়েছে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত