৩০ এপ্রিলের মধ্যে উপজেলা পরিষদ নির্বাচন
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ১৩:৪৭ | আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৩
প্রথম ধাপে আগামী ৩০ এপ্রিলের মধ্যে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের পর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এপ্রিল মাসের ৩০ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। চার থেকে পাঁচ ধাপে এ নির্বাচন হবে। আর যেসব জায়গায় ইলেকট্রিক ভোটিং মেশিন সচল আছে সেখানে ইভিএমেই ভোট হবে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইসি আনিছুর বলেন, উপজেলা পরিষদ নির্বাচন আমরা এখনো পর্যালোচনা করছি এবং দেখছি। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে এবং ১২ মার্চ শেষ হবে। আবার ১০ বা ১১ মার্চ রোজা শুরু হবে। এই বিষয়গুলো বিবেচনা করতে হচ্ছে। উপজেলা পরিষদের প্রথম ধাপে যেই নির্বাচনগুলো করতে হবে, সেগুলো ৩০ এপ্রিলের মধ্যে কিছু হবে। বাকিগুলো কয়েকটা ধাপে মে মাসে করা হবে। কারণ জুন মাসে আবার এইচএসসি পরীক্ষা।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী ৯ মার্চ কুমিল্লা সিটির উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। উপনির্বাচন ও মহিলা সংরক্ষিত আসনের তফসিল শিগগিরই ঘোষণা করা হবে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত