২ মাস পর রেলস্টেশনের কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু
প্রকাশ: ৮ জুন ২০২১, ১১:০১ | আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৩:২৭
দীর্ঘ ২ মাস পর আজ মঙ্গলবার থেকে রেলস্টেশনের কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সকাল ৮টা থেকে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনসহ দেশের সব স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়। ঈদের পর ট্রেন চালু হলেও করোনার বিধিনিষেধের কারণে শুধু অনলাইনে বিক্রি হতো টিকিট।
বাংলাদেশ রেলওয়ে এক বিজ্ঞপ্তিতে জানায়, করোনার ঝুঁকি এড়াতে সরকারি নির্দেশনা মেনে অর্ধেক আসনে ট্রেন চলাচল করছে। এসব ট্রেনের টিকিট একই সঙ্গে কাউন্টার ও অনলাইনে পাওয়া যাচ্ছে। ট্রেনের মূল আসন সংখ্যার ২৫ শতাংশ টিকিট মোবাইল অ্যাপস্ এবং ২৫ শতাংশ টিকিট কাউন্টারে বিক্রি করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রার ৪৮ ঘণ্টা আগে অবিক্রিত টিকিট একই সঙ্গে অনলাইন অথবা কাউন্টার থেকে কেনা যাবে। এছাড়া, নির্দিষ্ট সময়ের মধ্যে আগে কেনা আন্তঃনগর ট্রেনের টিকিট ফেরতও (রিফান্ড) দেয়া যাবে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে সরকারের নির্দেশনা মোতাবেক গত ৫ই এপ্রিল তারিখ থেকে বাংলাদেশ রেলওয়ের সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে গত ২৪শে মে থেকে ট্রেন চলাচল শুরু হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত