১৫ আগস্ট নিহত স্বজনদের কবরে বঙ্গবন্ধুর ২ কন্যার শ্রদ্ধা
 গ্রামনগর বার্তা রিপোর্ট
  গ্রামনগর বার্তা রিপোর্ট
                                    
                                    প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ২০:৪৯ | আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ২৩:৪৩
 
                                        
                                    বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে ৭৫-এর ১৫ আগস্টের কাল রাতে নিহত স্বজনদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে বনানী কবরস্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে ঘাতকদের হাতে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের বাইরে থাকায় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা।
১৫ আগস্ট নিহতদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া বাকি সবার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়। বঙ্গবন্ধুকে দাফন করা হয় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়।
বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহতদের সারিবদ্ধ কবরের মধ্যে প্রথমটি শেখ ফজিলাতুন্নেছা মুজিবের, দ্বিতীয়টি শেখ নাসেরের, এরপর শেখ কামাল, সুলতানা কামাল, শেখ জামাল, রোজী জামাল, শেখ রাসেল, ১৩ নম্বরটি শেখ মণির, ১৪ নম্বরটি আরজু মণির, ১৭ নম্বরটি সেরনিয়াবাতের।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            