১০০ নিহতের মরদেহ কবর দিতেও পারছে না আল শিফা হাসপাতাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ১৪:০৫ |  আপডেট  : ২৮ এপ্রিল ২০২৪, ০৫:২৯

গাজার পরিস্থিতি প্রতি মুহূর্তে ভয়াবহ হচ্ছে। পুরো অঞ্চল ধরে তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। হাসপাতাল থেকে বের হলেই হামলা চালাচ্ছে ইসরায়েলি স্নাইপাররা। পরিস্থিতি এতটাই বেগতিক যে, ১০০ নিহতের মরদেহ কবর দিতেও পারছে না আল শিফা হাসপাতাল। এরই মধ্যে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় সবচেয়ে বড় দুইটি হাসপাতাল আল শিফা ও আল কুদস বন্ধ হয়ে গেছে। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা ওয়াফা নিউজ এজেন্সিকে জানিয়েছেন গাজার হাসপাতালের ভয়াবহ পরিস্থিতির কথার । তিনি বলেন, আল শিফা হাসপাতালের কর্মীরা প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়ছে।  হাসপাতালের মেঝে এতটাই রক্তে ভেসে যায় যে, তা পরিষ্কার করাও সম্ভব হচ্ছে না কর্মীদের।  এরই মধ্যে ওই হাসপাতালের  ৩ জন নার্সের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

তবে শুধু হাসপাতাল বন্ধ করেই ক্ষান্ত হননি ইসরায়েলি সেনারা। স্নাইপাররা হাসপাতালের চারদিক তাক করে আছে। যে কাউকে পেলেই গুলি চালাচ্ছে। 

৭ অক্টোবর হামলা শুরুর পর ফিলিস্তিনে জ্বালানি ঢুকতে দেয়নি ইসরায়েল।  জ্বালানি না থাকায় বিদ্যুৎ এর অভাবে আর শিফা হাসপাতালের ৫ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে দুইজন শিশু। এরইমধ্যে কয়েকদিন ধরে হাসপাতালের চারদিকে অবস্থান নিয়েছে ট্যাংক, ড্রোন। প্রতি মুহূর্তে হামলা চলছে। 

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবরুদ্ধ গাজাকে জ্বালানি দিতে চাইলেও না নিতে অস্বীকৃতি জানিয়েছে সশস্ত্র ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত