হৃদমন্দিরের শৈত্য প্রবাহ - আলমগীর খোরশেদ

প্রকাশ: ১২ মে ২০২৪, ১৪:০৬ | আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪১

হৃদমন্দিরের শৈত্য প্রবাহ
আলমগীর খোরশেদ
বুকের বাম পাঁজরের নিচে
ভালোবাসার তাপমাত্রা নেমে
চলছে মৃদু শৈত্য প্রবাহ,
থমকে আছে হৃদমন্দির
বাম অলিন্দ ডান নিলয়
ভাসকুলার ভুলবোঝাবুঝির বরফের স্তুপে
ব্লকেজ হয়ে নাভিশ্বাস জীবন,
শারীরতত্ত্ব হার মেনেছে মনোঅক্ষের কাছে
কতটুকু উজাড় করে দিয়ে
কোন নিয়মে হবে প্রেমের সংবিধান
ব্লক নিরুপণে চিকিৎসা বিদ্যার অপারগতা,
চেন্নাই, ব্যাঙালোর, সিঙাপুর
সবাই ফিরিয়ে দিয়েছে
হৃদমন্দির শৈত্য প্রবাহের ব্লকেজের
চিকিৎসা, তাদের জানা নেই বলে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত