হিরো আলমকে মারধরের পর ঘটনাস্থল থেকে ২ জনকে আটক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১৭:০৩ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ১৮:৩৯
রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বেড়েছে। এছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ সন্দেহজনক হিসেবে দুইজনকে আটক করেছে।
আটকদের একজন হলেন শেখ শহীদুল্লাহ বিল্পব অপর ব্যক্তির নাম সানোয়ার গাজী।
সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।
একই স্থানে বিকেল সাড়ে ৩টার দিকে হিরো আলমকে মারধরের ঘটনা ঘটে। এই ঘটনার পর ডিবির টিম এসে ওই দুইজনকে আটক করে।
নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা বলেন, কিছুক্ষণ আগে ঘটে যাওয়া মারামারির ঘটনার সন্দেহজনক হিসেবে তাদের আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত