হিন্দু-মুসলিম ভাই ভাই এক সঙ্গে থাকতে চাই- মোশারফ হোসেন
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২১
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, হিন্দু-মুসলিম ভাই ভাই এক সঙ্গে থাকতে চাই। আমরা সবাই বাংলাদেশী কেউ কারো সঙ্গে দ্বন্দ্বে না জড়াই। হিন্দু সম্প্রদায়ের ওপর এবং তাদের বাড়ি-ঘরে কোনো হামলা যেনো না হয় তারা যেনো নিরাপদ জীবনযাপন করতে পারে সেদিকে বিএনপির নেতাকর্মীরা সজাগ থাকবেন। আসন্ন দুর্গাপূজায় মন্দিরে মন্দিরে বিএনপির নেতাকর্মীরা পাহারা দিবে। রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার উচ্চ বিদ্যালয় মাঠে বুড়ইল ইউনিয়ন বিএনপির কর্মী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেন।
বুড়ইল ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাকারিয়া ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বুলুর সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সহসভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার ও সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, নন্দীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এলআর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আল-হেলাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসেম আলী, উপজেলা মহিলা দলের সভাপতি রেশমা আকতার সাথী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত