হলিউড অভিনেতা জেমস মাইকেল টেইলর মারা গেছেন

  বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১২:৫৪ |  আপডেট  : ২৮ ডিসেম্বর ২০২৪, ২২:১৩

হলিউড অভিনেতা জেমস মাইকেল টেইলর মারা গেছেন। মৃত্যৃকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। রোববার (২৪ অক্টোবর) সকালে লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে মারা যান এই অভিনেতা।

‘দ্য সেভেন্থ ফ্রেন্ডস’ সিরিজে অভিনয়ের জন্য বিশ্ববাসী ‘গান্থার’ নামে চিনতো টেইলরকে। তবে তাকে প্রিয়জনরা একজন অভিনেতা, সংগীতশিল্পী হিসেবে জানতেন।

মার্কিন ওয়েব সিরিজ ‘ফ্রেন্ডস’-এ কফি শপের ম্যানেজারের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তার মৃত্যুর পর ‘ফ্রেন্ডস’র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শোক জানানো হয়েছে।

১৯৯৪ থেকে ২০০৪ সালে ‘ফ্রেন্ডস’-এর ১০ সিজনের কম-বেশি ১৫০টি এপিসোডে দেখা গেছে টেইলরকে। এছাড়াও ‘স্ক্রাবস’, ‘সাবরিনা দ্য টিনেজ উইচ’, ‘মডার্ন মিউজিক’র মতো টিভি সিরিজেও দেখা গেছে এই অভিনেতাকে।

জানা গেছে, ২০১৮ সাল থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি। এক টিভি শো’তে তিনি নিজেই জানিয়েছিলেন তার ক্যানসার আক্রান্ত হওয়ার খবর। একদম শেষ ধাপে গিয়ে ক্যানসার ধরা পড়ে জেমস মাইকেল টেইলরের।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত