হরতালের সমর্থনে রংপুর মশাল মিছিল  

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ০৯:৩৭ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৮:৩৫

 জ্বালানি তেল, ইউরিয়া সার, পরিবহণ ভাড়া বৃদ্ধি লোডশেডিং এবং ভোজ্যতেল, চাল, ডাল, আটা, ওষুধসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় বাম গণতান্ত্রিক জোটের ডাকে সারাদেশে আগামি ২৫ আগস্ট বৃহস্পতিবার অর্ধদিবস (৬-১২টা) হরতাল সফল করার লক্ষে রংপুর জেলায় বুধবার সন্ধ্যা ৭টায় শাপলা চত্বর থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাহাজ কোম্পানি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বামজোট রংপুর জেলার সমš^য়ক কমরেড আব্দুল কুদ্দুস, কমিউনিস্ট পার্টির জেলা সহ সাধারণ সম্পাদক কাফি সরকার, বাসদ জেলা সদস্য সচিব কমরেড মমিনুল ইসলাম, মার্·বাদী জেলা আহবায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু, সিপিবি মহানগর সভাপতি সাজেদুল ইসলাম সাজু ও শ্রমিকফ্রন্টের জেলা সহসভাপতি মিজানুর রহমান। জোট নেতা আব্দুল কুদ্দুস সকল শ্রেনী পেশার মানুষকে ২৫ আগস্ট বৃহস্পতিবার  ৬টা-১২টা সর্বাত্বক হরতাল পালনের আহবান জানান।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত