হঠাৎ পূজা মণ্ডপে পুরোহিতের মৃত্যু
প্রকাশ: ৪ অক্টোবর ২০২২, ১০:২৮ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ১৯:০৪
ঝালকাঠির রাজাপুরে মণ্ডপে মহা অষ্টমী পূজা করার সময় অসুস্থ হয়ে হঠাৎ পুরোহিতের মৃত্যু হয়েছে। সোমবার (০৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা সদরের বন্দর পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে। মৃত ওই পুরোহিতের নাম শৈলান্দ্র নারায়ণ চক্রবর্তী (৭০)। তিনি উপজেলা সদরের প্রয়াত কেদারেশ্বর নারায়ণ চক্রবর্তীর ছেলে।
উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপাল কর্মকার জানান, পূজা করার সময় মণ্ডপে বসে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পুরোহিত। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য স্থানীয়রা রওনা হন। কিন্তু কিছু দূর নেয়ার পথে তার মৃত্যু হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, সন্ধ্যায় উপজেলা শ্বশানে পুরোহিতের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ৩৫ বছর ধরে তিনি পুরোহিতের দায়িত্ব পালন করে আসছিলেন। এ ঘটনায় আমরা চরম শোকাহত।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত