সরকারি প্রাঃ বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কাউনিয়া শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক 

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৮:২৭ |  আপডেট  : ১৫ মে ২০২৫, ২২:৩৩

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কাউনিয়া উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ২০২৫ বৃহস্পতিবার উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন করেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিকি শিক্ষা অফিসার রংপুর মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রংপুর আনোয়ারুল ইসলাম, মোঃ আলাওল হাদী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সায়লা জেসমিন সাঈদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সমন্বয়ক শামসুন্নাহার বেগম, জনকল্যান সম্পাদক কেন্দ্রীয় কমিটি মোঃ রাশেদুল ইসলাম গালিভ, প্রধান শিক্ষক তনকা মোঃ বদরুল আলম, প্রধান শিক্ষক পাটগ্রাম মোঃ শফিকুর রহমান। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কাউনিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি মোজাম্মেল হক বুলবুল এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আশফিকা বুলবুল পেস্তা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কাউনিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ তাজুল ইসলাম, প্রধান শিক্ষক রওশনারা বেগম, সহকারী শিক্ষক সামছুল আলম প্রমূখ। অভিষেক অনুষ্ঠানে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত