সড়কে নিরাপত্তা দিতে গিয়ে সড়কেই ঝরল পুলিশ কর্মকর্তার প্রাণ

  কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৯ |  আপডেট  : ১ ডিসেম্বর ২০২৪, ০০:২৩

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় দায়িত্বরত অবস্থায় গাড়িচাপায় মো. জাহাঙ্গীর নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। উপজেলার টোলপ্লাজা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। জাহাঙ্গীর দাউদকান্দি হাইওয়ে থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি শেরপুর সদর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার দিবাগত রাতে টোলপ্লাজার সামনে ঢাকামুখী লেনে যানজট নিরসন ও নিরাপত্তায় দায়িত্বরত ছিলেন জাহাঙ্গীর। এ সময় রাস্তা পার হতে গেলে অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে সহকর্মীরা তাঁর মরদেহ উদ্ধার করে দাউদকান্দি থানায় নিয়ে যান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত