স্মৃতির আয়নায়

  নিতাই চন্দ্র দাস

প্রকাশ: ৮ জুলাই ২০২১, ১৬:০৫ |  আপডেট  : ৬ মে ২০২৪, ০৩:১৯

আজ সারা দিন ধরে
বারবার মনে পড়ে
শ্রীনগর পাইলট হাই স্কুলের স্মৃতি।
প্রিয় স্যারদের কথা
সহপাঠীদের মমতা
একে অপরের নিবিড় সম্প্রীতি।।

হেডস্যার ছিলেন যিনি
জহুরুল ইসলাম তিনি
তাঁর মত হেডস্যার মেলা ভার।
সারা উপজেলা ঘুরি
পাইনি এমন জুড়ি
সর্বত্র সুনাম ছিল তাঁর।।

বিএসসি এমদাদুল স্যার
ছিলেন এসিস্ট্যান্ট হেডমাষ্টার
নবম,দশম পাটিগণিত করাতেন তিনি।
তাঁকে দেখলে লাগত ভয়
কি জানি কি হয়
ক্লাসে ঢুকলে সবাই চুপ তখনি।।

ওয়াজিউল্লাহ স্যার প্রাতে
দাঁড়াতেন বেত হাতে
নজর রাখতেন ছাত্রদের প্রতি।
ছাত্ররা থাকত ডরে
এই বুঝি স্যারে ধরে
ভয়ে কাঁপত মাথা করে নতি।।

মেধাবী ছাত্র যারা
ভবনে থাকত তারা
ওয়াজিউল্লাহ স্যারের তত্ত্বাবধানে চলত অধ্যয়ন।
আমির,দেলোয়ার,পলাশ
ওদের ছিল ভবনে বাস
থাকত সবার প্রতি স্যারের নয়ন।।

তাহের ও লতিফ স্যার
ছিলেন গণিতের আধার
জটিল বিষয় বুঝাতেন সহজ করে।
শ্রেণি কক্ষে না বুঝলে
বাসায় যেতাম সদলে
অকপটে শেখাতেন ছুটির পরে।।

প্রহল্লাদ বনিক স্যার
জীববিদ্যায় ছিল পান্ডিত্য তাঁর
ছবি এঁকে বর্ণনা করতেন তিনি।
তোফাজ্জল স্যার
তাঁর জুড়ি মেলা ভার
ইংরেজি ছিল তাঁর কাছে পানি।।

সুনীল বাড়ই যিনি
পন্ডিত স্যার বলে জানি
কথায় কথায় বলতেন কবিতা ও ছন্দ।
পড়াতেন ব্যাকরণ,ধর্ম
বুঝাতেন গভীর মর্ম
ক্লাসে পেতাম খুব মজা ও আনন্দ।।

কেলেঙ্কারীর ফলে
সুনীল বাড়ই চলে গেলে
যোগদান করেন পন্ডিত সুনীল দাস।
ছিলেন অমায়িক অতি
ধারণ করতেন ন্যায় নীতি
মুখে সর্বদা লেগে থাকত হাস।।

কাজী ও তালুকদার স্যার
বয়সের ছিল ভার
পড়াতেন ক্লাসে যতন করে।
ফজলুল হক ও সামাদ স্যারের বানী
এখনো স্মরণে আনি
তাঁরা কাছে ডাকিতেন মধুর স্বরে।।

রবীন্দ্র ও পরিমল স্যারের মায়া
এখনো হৃদে তাঁদের ছায়া
কতইনা মোরে করিত আদর।
তাঁদের এখনো স্মরি
মনেতে চিন্তা করি
আবেগে আপ্লুত হয় অন্তর।।

আর ছিল চিত্ত কেরানী
বেতন দিতাম তাঁরে আনি
রিসিট ধরিয়ে দিত মোদের হাতে।
পাক্কু দপ্তরী থাকত বসে
ঘণ্টা দিত পিড়িয়ড শেষে
পুরনো বিল্ডিং এ থাকতেন রাতে।। 

সহপাঠী ছিল কত
সবাইরে মনে নাই অত
কে কোথায় আছে না জানি।
আশে পাশে আছে যারা
কুশল জিজ্ঞাসে তারা
আনন্দিত হয় মন তখনি।।

আমাদের ফাস্ট বয়
মেধাবী ছিল অতিশয়
আমির হোসেন নাম তার।
হতে পারত অনেক কিছু
ছুটেছে অর্থের পিছু
বড় কিছু হওয়া হলো না আর।।

বাসার ও মিটুলকে মনে পড়ে
চলেছি কত দল ধরে
শান্ত শিষ্ট ছিল ওদের স্বভাব।
মাঝে মধ্যে ওদের বাড়ি
যেতাম মেঠো পথ ধরি
কতইনা ওদের সাথে ছিল সদ্ভাব।।

প্রদীপ,টিটু,নিরঞ্জন,ওবায়দুল,মিলন
ওরা ছিল বড়ই আপন
আড্ডায় মগ্ন হতাম পাঠের অবসরে।
তপন, বিকাশ,দুই ভাই
কৌতুক করত সদাই
সর্বদা হাসি থাকত অধরে।।

কমল,হাসেম,রোকনুজ্জামান
মিজান,শামীম, শাহজাহান
ওরা ছিল কাছের অতি।
দেলোয়ার,আওলাদ,মোজাম্মেল
আলতাফ,সনাতন,সোহেল
ওদেরও ছিলনা আন্তরিকতার কমতি।।

পাঁচটি বছর যায় চলে
উনিশ শত চৌরাশি সালে
বসি সবাই এসএসসি পরীক্ষায়।
ইতিপূর্বে হয়নি এমন
আমিসহ চব্বিশটি ফাস্ট ডিভিশন
প্রথম যুক্ত হয় রেকর্ডের খাতায়।।

আমির হোসেন ছিল যে
স্টার মার্ক পায় সে
বয়ে আনে স্কুলের সুনাম।
মোজাম্মেল,বাসার,প্রদীপ,মিটুল
রোকনুজ্জামান,কমল,ওবায়দুল
রাখে বিজ্ঞানে ফাস্ট ডিভিশনের মান।।

আরো পেয়েছে যারা
মনে নেই তারা কারা
আজ এত বছর পরে।
যদি মনে পাও কষ্ট
না হওয়াতে নাম স্পষ্ট
খেদ রেখোনা অন্তরে।।

আজ এতদিন পরে
অনেকেই গেছে দুরে
কেহ ছেড়েছে পৃথিবীর মায়া।
সবাই যেন ভালো থাকে
বিধাতা সুস্থ রাখে
পায় যেন তাঁর ছায়া।।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত