স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার প্রতিবাদে বাগেরহাট জেলা বিএনপির বিক্ষোভ
প্রকাশ: ২ আগস্ট ২০২২, ১৯:৫৫ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১১:৪৪
ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাগেরহাটে জেলা বিএনপি। আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাগেরহাট জেলা বিএনপি সরুই দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
এ সময় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন বাগেরহাট বিএনপির নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম। সমাবেশে বাগেরহাট থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাগেরহাট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা, শ্রমিকদলের জেলা সাংগঠনিক এলাহি মল্লিক আলম, বিএনপি নেতা খায়রুল আজাদ আরজু, যুবদলের জেলা সহ-সভাপতি মনিরুজ্জামান মান্না,পৌর যুবদলের আহবায়ক জসিম সরদার, সদস্য সচিব ওমর আলী মুন্না, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক শেহেবুব রহমান সাদ্দাম, ছাত্রদলের সদর থানা সদস্য সচিব হাবিব আহম্মেদ, ছাত্রনেতা মুন্না আহসান, রিয়াদ শেখসহ বিএনপি ও অংঙ্গ সংগঠনের র্শীষ নেতৃবৃন্দ সহ কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দলের নেতাকর্মীদের হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার। আগামী দিনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে রাজপথে এই হত্যাকান্ডের কঠোর জবাব দেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত