স্বর্ণ চোরাচালান মামলায় আসামির যাবজ্জীবন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৩১ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩৩

যশোরে স্বর্ণ চোরাচালান মামলায় রানা হামিদ নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৪ সেপ্টেম্বর) সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রানা হামিদ বেনাপোল পোর্ট থানার খলসি গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম ইদ্রিস আলী জানান, ২০২১ সালের ১ এপ্রিল শার্শা উপজেলার পাঁচভুলট গ্রামের সীমান্তবর্তী টেরেখালী ১৫ পিস স্বর্ণের বারসহ রানা হামিদকে আটক করে। এ ঘটনায় বিজিবির নায়েক সুবেদার কামাল হোসেন খান বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে গত বছরের ৩০ জুন শার্শা থানার এসআই মেহেদী হাসান আদালতে চার্জশিট দাখিল করেন।

সাক্ষ্য গ্রহণ শেষে আসামি রানা হামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম করাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত