স্বপ্ন দেখতে শুরু করেছে ইচ্ছে তরী ফাউন্ডেশন
প্রকাশ: ৩ জুলাই ২০২১, ১৪:০১ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৪
যদি ইচ্ছে থাকে, থাকে আগ্রহ তবে যে কোন কল্যানকর কাজ করা অসম্ভব নয়। পৃথিবী দানবের নয়, মানবের এ চিরন্তন কথাটা বিশ্বায়নের এ যুগে আমরা ভুলে গেছি। চারিদিকে নানা অনিয়ম,অসংগতি অব্যবস্হাপনা ও ধান্দাবাজদের আস্ফালন দেখে। তারপরও জীবন চলে, তারপরও সমাজ সংস্কৃতিতে ভালো মানুষের সংখ্যা ই বেশী। তবে ভালো মানুষ গুলো ঐক্যবদ্ধ নয়। বিশেষ করে সমাজ বদলে দেবার দায় তরুনদের সে তরুনরা যদি সংগঠিত হয় নিশ্চিত সে সমাজের চাল চিত্র পাল্টে যাবে।
২০১৯ সালে কতিপয় তরুন আবদুল্লা আল তানিম মানুষের মুক্তি, মানবিক সেবার ব্রত নিয়ে গড়ে তোলেন ইচ্ছে তরী ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর হতে তারা হতদরিদ্র পরিবারের মধ্যে বিশেষ করে মহিলাদের স্বাবলম্বী করার প্রয়াসে সেলাই মেশিন প্রদান করে, করে বন্যা ও করোনা কালে ত্রান সামগ্রী বিতরন, রক্ত দান কর্মসূচি, গরীর ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান সহ চিকিৎসা ক্যাম্প। তাদের এ প্রচেষ্টা শুরু হয়েছে সিলেটের বিয়ানীবাজার হতে তবে আকাঙ্খা গোটা দেশেই ইচ্ছে তরীর সম্প্রসারণের ।
ইচ্ছে তরী ঢাকায় ও সিলেট শহরে ও বেশ কীছু কাজ করেছে। নিজদের চাঁদায়। সংগঠনের নেতৃবর্গ ধনাঢ্য সমাজের বৃত্তবানরা যদি এগিয়ে এসে যদি সহায়তা করে তবে ইচ্ছে তরী তার লক্ষ্যে পৌছাঁতে পারবে।
ইচ্ছে তরীর মুল স্লোগান স্বপ্ন দেখবো স্বপ্ন বনুবো এবং স্বপ্ন বাস্তবায়ন করবো। আমাদের বিশ্বাস ইচ্ছে তরী ফাউন্ডেশন তাদের স্বপ্নের মধ্যে নয় বাস্তব চিত্র ভিন্ন ভাবেই সমাজে প্রতিস্থাপন করবে। ইচ্ছে তরীর জয় হোক।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত