জামালপুরে সড়ক দুর্ঘটনায় বর্ষিয়ান সাংবাদিকের মৃত্যু, দাফন সম্পন্ন
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৬ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২২:১২
জামালপুরে বর্ষিয়ান সাংবাদিক, দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক/প্রকাশক, জামালপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য নুরুল হক জঙ্গি (৭৫) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রোববার ২২ ডিসেম্বর বেলা ১১টায় প্রথম এবং বাদ জোহার তার গ্রামের বাড়ী মেলান্দহের নাংলায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের বানিয়াবাজার এলাকায় ইজিবাইকের চাপায় তিনি গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত নুরুল হক জঙ্গী মেলান্দহ উপজেলার গোবিন্দপুর নাংলা কাঠপাড়া এলাকার মৃত আব্দুল হামিদ কবিরত্ব এর পুত্র ছিলেন।
স্থানীয়রা জানায়, জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় তার হাস মুরগীর খামার রয়েছে। শনিবার সন্ধ্যায় সেখান থেকে বাগানবাড়ি পত্রিকা অফিসে ফেরার পথে দুই ইজিবাইকের চাপায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহত সাংবাদিক নুরুল হক জঙ্গীর মেয়ে জামাতা মো. জিয়াউর রাফি।
উল্লেখ, নিহত নূরুল হক জংগী ১৯৮০ সালে মেলান্দহ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। গত ৭০ এর দশকে তিনি সাংবাদিকতা শুরু করেন। প্রথমে ময়মনসিংহ হতে প্রকাশিত সাপ্তাহিক দর্পণ ও দৈনিক জাহান পত্রিকার মেলান্দহ উপজেলার প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। পরে নিজেই পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকা প্রকাশ করেন। ব্যাক্তিগত জীবনে সদালাপী একজন তুখোড় কলম সৈনিক হিসেবে জামালপুর জেলায় সুপরিচিত ছিলেন। জামালপুর জেলায় সাংবাদিকদের দিকপাল গুরু হিসেবে পরিচিত ছিলেন। সবাই তাকে দাদা বলে সম্মোধন করতেন। তিনি চার কন্যা সন্তানের জনক।
এদিকে রোববার সকাল ১০টায় মরহুম সাংবাদিক নুরুল হক জঙ্গির মরদেহ জামালপুর শহরের চামড়া গোদাম মাদরাসা মাঠে রাখা হলে জামালপুরে কর্মরত সাংবাদিকরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সৈয়দ শওকত জামান, সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, প্রেসক্লাব জামালপুরের সভাপতি আজিজুর রহমান ডল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জামালপুর জেলা প্রেসক্লাসের সাধারণ সম্পাদক মুকুল রানা, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক রাজন্য রুহানিসহ জেলার সর্বস্তরের সাংবাদিকগণ শোক প্রকাশ করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত