সৌদি আরবে কূটনৈতিকদেরজন্য প্রথম অ্যালকোহল স্টোর খোলার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ১৩:২১ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ০১:৩৪

অমুসলিম কূটনীতিকদের সৌদি আরব রাজধানী রিয়াদে তার দেশের প্রথম অ্যালকোহল স্টোর খোলার প্রস্তুতি নিচ্ছে সৌদি সরকার। 

অ্যালকোহল স্টোরের সেবা পেতে গ্রাহকদের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোডের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।

অনেকের মতে, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের এই পদক্ষেপটি নিঃসন্দেহে একটি মাইলফলক। রক্ষণশীল মুসলিম রাষ্ট্রে পর্যটন ও ব্যবসার প্রসারের লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়।

অ্যালকোহল স্টোরটি রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে অবস্থিত, একটি আশেপাশে যেখানে দূতাবাস এবং কূটনীতিকরা থাকেন এবং অমুসলিমদের জন্য "কঠোরভাবে সীমাবদ্ধ" থাকবে, নথিতে বলা হয়েছে। তবে অন্যান্য অমুসলিম প্রবাসীদের দোকানে প্রবেশাধিকার থাকবে কিনা তা স্পষ্ট নয়। লাখ লাখ প্রবাসী সৌদি আরবে বাস করে তবে তাদের অধিকাংশই এশিয়া ও মিশর থেকে আসা মুসলিম শ্রমিক।

সূত্র জানিয়েছে যে আগামী সপ্তাহে স্টোরটি খোলার কথা হচ্ছে।

সৌদি আরবের মদ্যপানের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে যা শত শত বেত্রাঘাত, নির্বাসন, জরিমানা বা কারাদণ্ডের শাস্তি হতে পারে এবং প্রবাসীরাও নির্বাসনের মুখোমুখি হন। সম্প্রতি আইন সংস্কারের মাধ্যমে কারাগারে বন্দীর আইন চালু হয়েছে।(রয়টার্স)

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত