সৈয়দ আলাল ৫ দিনের রিমান্ডে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ নভেম্বর ২০২৩, ১৯:০৩ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৫, ২২:৪৮

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে ভাঙচুরের মামলায় তাকে এ রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন পল্টন থানার এসআই ফরহাদ মাতুব্বর।

অন্যদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর আসামিরা রাজারবাগ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে ইট-পাটকেল মেরে গ্লাস ভেঙে ক্ষতিসাধন করে। এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশের অস্ত্র ছিনতাই হয়। এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা করা হয়।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুজনকে একই দিন গ্রেফতার করা হয়েছিল।


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত