সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ জুলাই ২০২১, ২১:১৫ |  আপডেট  : ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৮

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

সোমবার (৫ জুলাই) সেনাসদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জাগদ্বীপ সিং চীমা উপস্থিত ছিলেন।

ভারতীয় হাইকমিশনার সেনাসদরে এসে পোঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন। সাক্ষাতকালে তারা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন।

এসময় সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার নেওয়ায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান দোরাইস্বামী। সেনাপ্রধানও তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভারতীয় হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সহযোগিতার কথা শ্রদ্ধাভরে স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন জেনারেল শফিউদ্দিন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত