সেই নেপালের কাছে হারল বাংলাদেশ
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ২০:১৯ | আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৬:৫০
কাঠমান্ডুতে স্বাগতিকদের হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জিতেছে বাংলাদেশ। জিতেই প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। মেয়েদের মতো ছেলেদের খেলাতেও নেপালকে হারানোর প্রতিশ্রুতি মিলেছিল। কিন্তু ফিফা প্রীতি ম্যাচে কথা রাখতে পারেনি জামাল ভূঁইয়ারা। আজ (মঙ্গলবার) অঞ্জন বিস্তার হ্যাটট্রিকে নেপালের কাছে ৩-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।
যে মাঠে বাংলাদেশ নারী ফুটবল দল সাফ জয়ের উল্লাস মেতেছিল, কাঠমান্ডুর সেই দশরথ স্টেডিয়ামেই নেমেছিল জামালরা। তবে সাবিনা-সানজিদাদের মতো সাফল্য পায়নি তারা। হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।
ফিফা র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে থাকা নেপালের বিপক্ষে বাংলাদেশ দল একাদশে তিনটি পরিবর্তন এনেছিল। গত ২২ আগস্ট কম্বোডিয়ার বিপক্ষে খেলেছিলেন কাজী তারিক রায়হান, আতিকুর রহমান ফাহাদ ও সুমন রেজা। আজ নেপালের বিপক্ষে শুরুর একাদশে তাদের জায়গা হয়নি। সেখানে সুযোগ হয়েছে রিমন হোসেন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও সাজ্জাদ হোসেনের। এর মধ্যে হেমন্ত দীর্ঘ ৫ বছর পর আবারও খেলার সুযোগ পেয়েছেন।
নেপালের তিনটি গোলই প্রথমার্ধে হয়েছে। মূলত সেটপিস থেকে সর্বনাশ। তিনটির মধ্যে দুটি গোল এসেছে ডেডবল থেকে। যদিও ম্যাচ ঘড়ির ১৬ মিনিটে বাংলাদেশ এগিয়ে যাওয়ার উপলক্ষ পায়। কিন্তু জামাল ভূঁইয়ার ফ্রি-কিক সরাসরি ক্রসবারে লেগে প্রতিহত হলে এগিয়ে যাওয়া হয়নি। এর দুই মিনিট পরই নেপাল এগিয়ে যায়। মধ্যমাঠে নিয়ন্ত্রণ রেখে ডান দিক থেকে বিমল ঘারতি মাগারের ফ্রি-কিক জটলা থেকে অঞ্জন বিস্তার হেড জালে। ২৬ মিনিটে বক্সের ভেতরে রাকিব হোসেনের শট গোলকিপার কিরণ তালুবন্দী করে গোল হতে দেয়নি।
পরের মিনিটে নেপাল ব্যবধান দ্বিগুণ করে। স্বাগতিকদের প্রথম প্রচেষ্টা গোলকিপার আনিসুর রহমান জিকো প্রতিহত করেন, তবে ফিরতি বলে অঞ্জনের শট আর আটকাতে পারেননি তিনি। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরণ করেন অঞ্জন। ৩৮ মিনিটে সতীর্থের ফ্রি-কিক থেকে ৬ গজ দূরত্ব থেকে হেডে জাল কাঁপিয়ে এই ফরোয়ার্ড কাবরেরার দলকে আরও চাপে ফেলে দেন। বাংলাদেশ ৩-০ গোলে পিছিয়ে থেকে যায় বিরতিতে।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোল শোধে আক্রমণ চালিয়েছে একের পর এক। প্রাপ্ত সুযোগ থেকে মাত্র একটি গোল শোধ দিতে পেরেছে জামালরা।
৫৫ মিনিটে প্রতিআক্রমণ থেকে রাকিব হোসেন বক্সে ঢুকে ক্রস ভাসান, তা এক ডিফেন্ডারের শরীরে লেগে পোস্টের খুব কাছ থেকে সাজ্জাদ হোসেন হেডে ব্যবধান কমান। সাইফ স্পোর্টিংয়ের স্ট্রাইকারের এটাই প্রথম আন্তর্জাতিক গোল।
কাজী তারিক-ইব্রাহিম-ফাহিমরা মাঠে নেমে আক্রমণে গতি বাড়ালেও ব্যবধান আর কমানো যায়নি। ৬৬ মিনিটে সাজ্জাদের কর্নারে ইব্রাহিমের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তিন মিনিট পর রাকিবের ক্রসে ৬ গজ দূরত্ব থেকে পেয়েও সাজ্জাদের হেড পোস্টের বাইরে দিয়ে যায়। ৭৮ মিনিটে রাকিবের জোরালো শট বাইরের জাল কাঁপালে হাভিয়ের কাবরেরার দলকে হতাশ হতে হয়।
ফলে ফিফা প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে হারানোর পর নেপালের কাছে হেরে গেলো বাংলাদেশ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত