সুপ্রিম কোর্টে শারীরিক উপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু হচ্ছে

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৩ মার্চ ২০২২, ১৪:১৫ |  আপডেট  : ২০ নভেম্বর ২০২৪, ১০:৫২

দেশব্যাপী করোনা সংক্রমণ হ্রাস পাওয়ায় আগামী রবিবার (৬ মার্চ) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম শারীরিক উপস্থিতির মাধ্যমে পরিচালনা করা হবে। বৃহস্পতিবার (৩ মার্চ) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশব্যাপী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৯ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার বিজ্ঞপ্তি জারি করেছিল কোর্ট প্রশাসন। যার ধারাবাহিকতায় ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং এতদসংক্রান্ত জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত