সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে আটক

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৫ মার্চ ২০২৩, ১৪:৪৫ |  আপডেট  : ১৮ মে ২০২৪, ১৭:১৫

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে তিন জেলেকে আটক করেছেন বন বিভাগ। শুক্রবার (০৩ মার্চ) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় ইসমাইলের ছিলা নামক খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ভেসাল জাল, এক প্যাকেট বিষ ও নৌকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন, শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আসাদুল মল্লিক(২৮), মিরাজুল মল্লিক(৩২), নাঈম মুন্সি(৩৫)। 

এসময় জাকির মল্লিক নামে একজন পালিয়ে গেছে। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শরনখোলা স্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন গোপন সংবাদের ভিত্তিতে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলা দায়ের পূর্বক আটককৃতদের আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত