সুন্দরবনের খালে মাছ শিকারের প্রস্তুতিকালে আটক দুই

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ১৮:৪৫ |  আপডেট  : ১৬ মে ২০২৪, ০২:১৮

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন খালে অবৈধভাবে কীটনাশক দিয়ে মাছ শিকারের প্রস্তুতিকালে দুই ব্যক্তিকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। রোববার ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে মাছ শিকারে ব্যবহৃত নিষিদ্ধ জাল, দুই বোতল কীটনাশক, কাঁকড়া ধরার আঁড়কলসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের লতিফ খাঁ এর ছেলে সাদ্দাম খাঁ (২৭) এবং একই এলাকার ওয়াহেদ শেখের ছেলে ইয়াসিন শেখ (৩০)।

চাঁদপাই রেঞ্জের  সহকারী স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, 'সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খালে কীটনাশক দিয়ে মাছ শিকারের প্রস্তুতিকালে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নিষিদ্ধ জাল, দুই বোতল কীটনাশক, কাঁকড়া ধরার আঁড়কলসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। পরে, তাদের নামে বন আইনে মামলা দায়েরের পর বাগেরহাট আদালতে সোপার্দ করা হয়েছে'।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত