সুনীল শর্মাচার্য এর ছড়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২১, ০৯:২৪ |  আপডেট  : ২৫ এপ্রিল ২০২৪, ০৬:১৬

১.

আর রেখো না হাতে হাত
দূরত্ব যে সভ্যতা,
থাকলে দূরে বাঁচা যাবে
গাঢ়-দূরে সখ্যতা!

কথা বলো দূর থেকেই
কম করে ছ ফিট,
আগত কাল বলে দেবে
কি আছে লাভ-নিট!

বন্ধু হলে দূরেই থাকো
কখনো কাছে নয়,
ঘরের মধ্যে একা বন্ধু
সুজন হয়ে রয়!

আড্ডা কিংবা গল্প,ঘোরা
একদম তো নয়,
করোনা দিল এ-নিদান
একা থাকলে জয়!

২.

প্রকৃতির নিয়মে জগৎ চলে
দানব নিয়মে নয়,
শক্তির বড়াই যতই দেখাও
প্রকৃতিই আনে ক্ষয়!

আসমান জমিন,এ চরাচর
মানুষের গড়া নয়,
শাসনের জাল ছিঁড়ে দিয়ে ভাঙে
ক্ষমতার দম্ভ,ভয়!

বিপদ-আপদ চিরদিন থাকে
প্রকৃতিই দেবে জয়,
অবুঝ মানুষ ভুল করে দেখে
জীবনটা নয়ছয়!

৩.

কৃষক যদি
      চাষ না করে
                    খাবি কি?

ব্যবসা-টাকা
        ও-সব দিয়ে
                      হবে কি!


৪.

মৃত্যু নিয়েও রাজনীতি ভাই
এই অভাগা দেশে,
তথ্য লুকায় আসল খবর
কার যে উপদেশে!

৫.

মাক্সে মুখ ঢেকেছে
মানুষ চেনা দায়,
কে যে বন্ধু,কে যে শত্রু
বুঝছি না তো ভাই!

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত