সিরিয়ায় ইসরায়েলের ড্রোন হামলায় প্রাণ ঝরল ৪ জনের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ |  আপডেট  : ২১ মে ২০২৪, ১৪:৪৮

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত চারজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর সদস্যও আছেন। সিরিয়ার সরকারপন্থী মিডিয়ার বরাত দিয়ে আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

আল-ওয়াটম এবং স্যাম এফএম রেডিও-এর খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর বাথে এক গাড়ি লক্ষ্য করে শুক্রবার এ হামলা চালানো হয়। পরবর্তী সময়ে চার জনের লাশ সিরিয়ান শহর কুনেইত্রার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

বেইরুতে হেজবুল্লাহর একজন কর্মকর্তা বলেছেন, নিহতদের মধ্যে তিনজন তাদের বাহিনীর সদস্য। গত ৭ অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। ইসরায়েলি বাহিনী অবিরাম বোমাবর্ষণে গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৪০ হাজারের বেশি। 

গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধ বন্ধ না হলে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছে হেজবুল্লাহ। সশস্ত্র এ গোষ্ঠী যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। পাল্টা আক্রমণ করছে ইসরায়েলও। গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় হেজবুল্লাহর ৯৩ সদস্য নিহত হয়েছে। 


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত