সিরাজদিখান রেলওয়ে ফ্লাই ওভারের নীচ থেকে যুবকের লাশ উদ্ধার

  লতা মন্ডল

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ২০:২৫ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৪:১৪

মুন্সিগঞ্জ সিরাজদিখানে শাহাদাৎ হাওলাদার (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৯টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের রামের খোলা আমিন মোহাম্মদ সিটির এলাকার রেলওয়ে ফ্লাইওভারের নীচ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত শাহাদাৎ হাওলাদার বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইলোহাট গ্রামের হাকিম হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন অটোরিক্সা চালক। জানা যায়, গতকাল রবিবার দুপুরের পর থেকে অটোরিক্সা নিয়ে বেরিয়ে নিরুদ্দেশ হন তিনি। শাহাদাতের বড় ভাই মোঃ শহিদ হাওলাদার জানান, আমরা চার ভাই এক বোন শাহাদাৎ আমার তিন নম্বর ভাই। শাহাদাৎ কেরানীগঞ্জে অটোরিক্সা চালায় ওর স্ত্রী রিমা বেগম ও এক মাত্র ছেলেকে তাছিন আলীকে (৫) নিয়ে ঢাকা সাভারে ভাড়া থাকেন। আমি শুনেছি দুপুরের পর অটোরিক্সা নিয়ে আমার ভাই গেরেজ থেকে বেরিয়ে যায়। এ সময় তার ব্যবহৃত মুঠোফোনটিও খোলা ছিল। কেরানীগঞ্জ চুনকুটিয়া মধ্যপাড়া গেরেজের মালিক মোঃ রেজাউল সিদ্দিক বাপ্পি বলেন, প্রায়
আড়াই মাস যাবত শাহাদাৎ আমার গেরেজে অটোরিক্সা রাখে। প্রতিদিন সকালে অটোরিক্সা নিয়ে বের হয়, কিন্তু রবিবার আনুমানিক আড়াইটার দিকে অটোরিক্সা নিয়ে গেরেজ থেকে বের করে এরপর থেকে সে নিরুদ্দেশ ছিল। সোমবার সকালে শুনি সিরাজদিখান কেয়াইন ইউনিয়নের
রামের খোলা আমিন মোহাম্মদ সিটির এলাকার রেলওয়ে ফ্লাইওভারের নীচ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক জানান, লাশের আলামত দেখে প্রাথমিকভাবে হত্যাকান্ড বলেই ধারণা করা হচ্ছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে নির্দিষ্ট করে বলা যাবে কিভাবে মারা গেছেন। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত