সিরাজদিখান মধ্যপাড়ায় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩ মার্চ ২০২২, ২০:২৮ |  আপডেট  : ৪ মে ২০২৫, ২৩:১৮

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) বিকাল ৫টায় সিরাজদিখান উপজেলার ১২নং মধ্যপাড়া  ইউনিয়ন পরিষদের আয়োজনে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন  মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল করিম। মধ্যপাড়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সুমনের সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিল্যান্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ হুমায়ুন কবির কাল,মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মীর্জা হায়দার নেকবর, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজদিখান থানার এস আই মোঃ নয়ন, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হুমায়ুন কবির,ইউপি সদস্য আবুল হোসেন প্রমুখ। পরে বিক্রমপুর কে.বি.ডিগ্রী কলেজের প্রভাষক তারঁ অগ্নি বীনা ললিত কলা একাডেমির সদস্যদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী অনুষ্ঠান প্রানবন্ত করেন। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত