সিরাজদিখান  বয়রাগাদী পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২২, ১৯:২৪ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ১৩:৫৮

বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজদিখান বয়রাগাদী শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রথম বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন উদয় মন্ডল ও সাধারণ সম্পাদক প্রদীপ ভদ্র। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বয়রাগাদী দক্ষিন পালপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গনে দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মুন্সিগঞ্জ জেলা  কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সমর কুমার ঘোষ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বয়রাগাদী শাখার আহব্বায়ক দুলাল চন্দ্র দত্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক নবীন কুমার রায়। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিরাজদিখান উপজেলা কমিটির সহ- সভাপতি তপন দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিরাজদিখান উপজেলা কমিটির সহ- সভাপতি সাংবাদিক সুব্রত দাস রনক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিরাজদিখান উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিরাজদিখান উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও রশুনিয়া ইউপি সদস্য জয়ন্ত ঘোষ, ননী গোপাল হালদার,হরিষ চন্দ্র সরকারসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সিগঞ্জ জেলা সিরাজদিখান উপজেলা ও বয়রাগাদী ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ছাত্র-যুব ঐক্য পরিষদ সভাপতি পরিতোষ দেবনাথ ও জ্ঞানদীপ ঘোষ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত