সিরাজদিখানে শীতার্তদের মাঝে গোলাম সারোয়ার কবিরের কম্বল বিতরণ

  লতা মন্ডল

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ১৪:২৬ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ২১:০২

মুন্সিগঞ্জ সিরাজদিখানে শীতার্ত মানুষের মাঝে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীরের শুভেচ্ছা উপহারের কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর নিজেই। আজ বুধবার বিকাল ৪টায় রশুনিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সিরাজদিখান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ,রশুনিয়া ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আবু সাঈদ,রশুনিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান জয়ন্ত ঘোষ,রশুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সারোয়ারে আলম, ইউপি সদস্য মোহাম্মদ জিয়াউল হক, রুপা বেগম,সামসুন নাহার মিলি,সুলতানা আক্তার,মোঃ শাহিন সরদার,মোঃ জাকির হোসেন,মোঃ শাহিন হাওলাদার, জাহাঙ্গির ও
শেখ, বদিউজ্জামান, মোঃ ইকবাল হোসেন,অহিদুল ইসলাম,মোঃ আরশাদ আলী শেখ, সিরাজদিখান উপজেলা সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পুর উপস্থিতিতে এসব কম্বল
বিতরণ করা হয়। 

এসময় সংক্ষিপ্ত আলোচনায় গোলাম সারোয়ার কবীর বলেন, "আমার এ শুভেচ্ছা উপহার অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য। শীত যতদিন থাকবে এ কার্যক্রম চলমান থাকবে। গতবার আমি মুন্সিগঞ্জ-১ আসনে নমিনেশন পাইনি ,আমি বলেছিলাম নমিনেশন পেলেও আপনাদের পাশে থাকবো আর নমিনেশন না পেলেও আমি আপনাদের পাশে থাকবো। তাই শীতার্তদের মাঝে কম্বল
বিতরণ করতে এসেছি।"

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত