সিরাজদিখানে রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ১৮:০২ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ০৯:১৭

মুন্সিগঞ্জ সিরাজদিখানে রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুন্সিগঞ্জ-৩ আসনের এমপি অধ্যাপিকা সাগুপ্তা ইযাসমিন এমিলি।

 মুন্সিগঞ্জ-৩ আসনের এমপি অধ্যাপিকা সাগুপ্তা ইযাসমিন এমিলি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহান স্থপতি। কৃতজ্ঞ জাতি আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে। স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অসামান্য অবদান সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে। দেশপ্রেমিক নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। তিনি বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করতে পারলে লক্ষ্য অর্জন ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে সিরাজদিখান উপজেলা পরিষদ চেযারম্যান মহিউদ্দিন আহম্মেদ, রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ সভাপতি মোঃ মকসুদ আলম খান মুকুট,মুন্সিগঞ্জ জেলা পরিষদ সদস্য মোঃ মাসুদ লস্কর,রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বিশ^জিত ঘোষ,অভিভাবক সদস্য জ্ঞানদীপ ঘোষ উপস্থিত ছিলেন।

সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ বলেন, বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আলোকচিত্র, বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক দেয়ালিকা এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ওপর কর্নার প্রতিটি স্কুল কলেজে করা উচিৎ ।


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত