সিরাজদিখানে যুবদলের শোক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৭ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৭:১৩
নারায়ণগঞ্জে গুলিতে যুবদল নেতা শাওন প্রধান নিহত হওয়ার প্রতিবাদে মুন্সিগঞ্জ সিরাজদিখানে শোক র্যালি এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী সিরাজদিখান যুবদলের উদ্যোগে আজ শনিবার বেলা সারে ১১টায় এই র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিরাজদিখান যুবদলের একংশের সভাপতি ইয়াছিন সুমনের সভাপতিত্বে ও সিরাজদিখান যুবদলের আরেক অংশের সভাপতি ইকবাল হোসেনর সঞ্চালনায় সিরাজদিখান বিএনপির দলীয় কার্যালয় চত্তরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ হায়দার আলী। বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ আতাউর রহমান,মোঃ মুক্তার হোসেন,খলিলুর রহমান,মোয়াজ্জেম হোসেন বাবুল,ছিদ্দিক মোল্লা,ওহেদুল ইসলাম অহিদ,শাহদাৎ শিকদার, মোঃ আমজাদ হোসেন, মোঃ লাকমান হোসেন,এ আর মানিকসহ অন্যান্যরা। সমাবেশ শেষে যুবদলের একটি শোক র্যালি সিরাজদিখান নিউমার্কেট রোড এবং কাঠপট্টি হয়ে ফের দলীয় কার্যালয় চত্তরে গিয়ে শেষ হয়। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের খন্ড খন্ড মিছিল দলীয় কার্যালয় চত্তরে সমাবেশস্থলে জড়ো হয়। যুবদলের কর্মসূচি উপলক্ষে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সিরাজদিখান নিউমার্কেট রোড এবং কাঠপট্টি রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো পুলিশ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত