সিরাজদিখানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১৫:৫০ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৯:১৮

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ সিরাজদিখানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা মোড় বাসস্ট্যান্ড দেওয়ান সুপার মার্কেটের সংলগ্ন সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহাদাৎ শিকদারের সঞ্চালনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ । বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।

সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ বলেন,বিএনপি হচ্ছে গণমানুষের দল। মানুষের সেবা করাই হলো দলের নেতা-কর্মীদের কাজ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানুষের পাশে থাকার প্রচেষ্টায় আমাদের এ আয়োজন। বিএনপি ক্ষমতায় আসলে আরও ব্যাপকভাবে জনমুখী সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, আমিন উদ্দিন চেয়ারম্যান,ছিদ্দিক মোল্লা, মোস্তাফিজুর রহমান রিপন, প্রিন্স নাদিম,দেওলায়ার হোসেন দুলাল,আক্তার তালুকদার,মোঃ জনিসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট জাতীয়তাবাদী শক্তিসহ ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে ঘুরে দাঁড়ালেও এখনও দেশের বিরুদ্ধে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগসহ তাদের দোসররা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে তারেক রহমানের  নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে বিনামূলে স্বাস্থ্য পরীক্ষা, প্রেসক্রিপশন লেখা, ওষুধ প্রদানসহ ডাইবেটিস পরীক্ষা করা হয়। এতে কয়েকশত মানুষ বিনামূল্যে সেবাগ্রহণ করেন। যুবদলের সদস্য সচিব শাহদাৎ শিকদার জানান, তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ উদযাপনের জন্য যে টাকা খরচ হত সে টাকা দিয়ে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প করে জনকল্যাণে ব্যয় করছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত