সিরাজদিখানে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি,বৃদ্ধ নিখোঁজ

  লতা মন্ডল-সিরাজদিখান

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২২ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০০:১৬

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ সময় নৌকায় থাকা সামছুউদ্দিন বেপারী (৭০) নামে এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে । 

আজ রবিবার সকাল ৬ টায় উপজেলার রাজানগর ইউনিয়নের ধলেশ্বরী নদীর ফুলহার লঞ্চ ঘাটের কাছে এ ঘটনা ঘটে । নিহত সামছুউদ্দিন বেপারী ফুলহার গ্রামের মৃত তাহের আলীর পুত্র ও ফুলহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন সুলতানার বাবা । বিষয়টি নিশ্চিত করে রাজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.তৈয়ব আলী ও ফুলহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান রাসেল জানান,সকাল ৬ টায় মুরব্বী সামছুউদ্দিন বেপারী গরুর ঘাসকাটার জন্য নিজের ডিঙ্গি নৌকা যোগে ধলেশ্বরী নদী পার হতে ছিলেন । এ সময় খালি একটি বাল্কহেড ডিঙ্গি নৌকা ওপর উঠিয়ে দিলে নৌকায় পানিতে তলিয়ে যায় এবং নৌকায় থাকা সামছুউদ্দিন নিখোঁজ হয় ।

সিরাজদিখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ মো.নাছির উদ্দিন জানান,বিষয়টি আমরা অবগত আছি । নিখোজের সন্ধান পেতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত