সিরাজদিখানে বঙ্গবন্ধুর ম্যুরাল চিরঞ্জীব মুজিব উদ্বোধন

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২২, ১৮:০৮ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১৮:০৬

মুন্সিগঞ্জ সিরাজদিখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুর ২ টায় সিরাজদিখান উপজেলা চত্বরের নবনির্মিত ভবনের পাশে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

এ সময় সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শরীফুল আলম তানভীর, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাসনিম আক্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিম,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,কেয়াইন ইউপি চেয়ারম্যান মোঃ আশ্রাফ আলী, ইউপি চেয়ারম্যান এ্যডভোকেট আবু সাঈদ উপস্থিত ছিলেন।

ম্যুরাল উদ্বোধন শেষে জাতির পিতা ও তার পরিবার এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বিজয়ের মাসে জাতির পিতার ম্যুরাল চিরঞ্জীব মুজিব উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মুর‌্যাল নির্মাণ করা হয়। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত