সিরাজদিখানে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ২০ ঘরের ভিত্তিপ্রস্থর উদ্বোধন
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ১৪:০৯ | আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০১:০২
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ২০ টি ঘরের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রামের আশ্রায়ন প্রকল্পের পাশে নতুন ২০ টি পরিবারকে জমিসহ ঘর দেওয়া হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা এ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, বাসাইল ইউপির চেয়ারম্যন সাইফুল ইসলাম যুবরাজ প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা বলেন,চতুর্থ পর্যায়ে এই উপজেলায় ৪৬ টি ঘর তৈরি করার জন্য বরাদ্দ আসে। ১২টি ঘরের নির্মাণ কাজ শেষ পর্যায় এবং আজ (বুধবার) ২০ টি ঘরের ভিত্তিপ্রস্থর করা হয়। বাকি ঘর গুলো শীঘ্রই ধরা হবে। এই উপজেলায় এখন পযর্ন্ত ১১৫ টি ঘর হস্তান্তর করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত