সিরাজদিখানে নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকি পালিত

   সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ১৯:৫৯ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১৭:৪৪

যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় সিরাজদিখানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের সিরাজদিখান-শ্রীনগর প্রতিনধি সুব্রত দাস রনকের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকাল সারে ৩টায় সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লে· ভবনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক আজকের পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি আব্দুল্লা আল মাসুদ। দোয়া পরিচালনা করেন সিরাজদিখান থানা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম ।

 দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেযারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ,বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা মুক্তযোদদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, দৈনিক ভোরের কাগজ সিরাজদিখান প্রতিনিধি দেবব্রত দাস দেবু,দৈনিক সংবাদ সিরাজদিখান প্রতিনিধি গোপাল দাস হৃদয়, সাংবাদিক লতা মন্ডল,সাংবাদিক আনিসুর রহমান নিলয়, কে.বি.ডিগ্রী মহাবিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ কাউসার হীরা,  দূর্গা পাল প্রমুখ। এছাড়াও সিরাজদিখানের রাজনীতিবিদ, সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত