সিরাজদিখানে দফায় দফায় সংঘর্ষে টেঁটাবৃদ্ধ সহ আহত ১০, থানায় অভিযোগ

  সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ১০:০১ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০২:৪৯

মুন্সিগঞ্জ সিরাজদিখানে উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুই প¶ের কমপ¶ে ১০ জন টেঁটাবৃদ্ধ সহ আহত হয়েছে। এ সময় ১০টি বাড়ি-ঘর ভাংচুর ও সৌদী প্রবাসী আমানুল্লা মুন্সির বাড়ি লুটপাট করা হয়। বুধবার সকাল ৯টার সময়  এবং  গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ভ’ইরা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত ভ’ইরা গ্রামের কামাল হোসেন (৫০),আনোয়ার হোসেন (৫৪),ইয়াসমিনকে(৪০) মিডফোর্ড  স্যার সলিমোল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সুত্রে জানাযায়, গত ইউপি নির্বাচন/২০২১ এর পূর্ব শত্রæতার জের হিসাবে শফিউদ্দিন মোল্লা (৪৪) ও সামসুল মেম্বারের মধ্যে বিরোধ চলে আসছে। প্রায়ই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমান ইউপি সদস্য শামসুল হক ও মেম্বার প্রার্থী শফিউদ্দিন সাফি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে পরাজিত হয়। এরপর হইতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ করে দুই  গ্রুপের  মধ্যে ছোটখাটো সংঘর্ষে ঘটনা ঘটে আসছে। তারই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমান মেম্বার সামসুলের পক্ষের দুই জন টেঁটাবিদ্ধ সহ ১০জন জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। আরোও জানা যায় বর্তমান মেম্বার শামসুলের প¶ের পুরুষ লোক বাড়িতে না থাকায়, শফি গ্রুপের লোকজন শামসুল মেম্বার গ্রুপের সমর্থক আমানুল্লাহ মুন্সির সহ ৭/৮ জনের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।   প্রবাসী আমান উল্লা মুন্সির স্ত্রী তাসলীমা বেগম বলেন, আমার স্বামী একজন সৌদি প্রবাসী। আমি আমার দুই ছেলে ও এক মেয়ে নিয়ে আমার স্বামীর বসত বাড়িতে বসবাস করি। ইউপি নির্বাচন জের হিসাবে শফিউদ্দিন মোল্লা (৪৪), পিতা-মৃত মমিন আলী, ২। আশিক মোল্লা (২৬), পিতা-তাইজুদ্দিন, ৩। সুমন খন্দকার (২৫), পিতা-মৃত হান্নান খন্দকার, ৪। রবিউল্লাহ খন্দকার (৪০), পিতা-মান্নান খন্দকার, ৫। আদিল মোল্লা (২৫), পিতা-নুর হোসেন মোল্লা, ৬। আক্তার হোসেন (৩০), ৭। সাহাদাত (২৬), উভয় পিতা-নুরু মিয়া, ৮। রিফাত (২১), পিতা-আব্দুল হোসেন, ৯। সাগর মোল্লা (২৬), পিতা-শফিউদ্দিন মোল্লা , ১০। নাদিম মোল্লা (২৩), পিতা-নুর হোসেন মোল্লা, সর্ব সাং-ভূইরা, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জগন সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন মিলে বুধবার সকাল আমার বসত বাড়িতে  দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করিয়া  বিবাদীর হুকুমে ২ আমার বসত ঘরের সামনের লোহার কেচিগেইট ও ঘরের মেইন দরজা ভেঙ্গে আমার ঘরের ভিতরে প্রবেশ ওয়াড্রপ ভাঙ্গিয়া তাহার ভিতরে থাকা বিভিন্ন  ধরনের প্রায় ১৫ ভরি ওজনের স্বর্নের জিনিসপত্র নগদ ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা বিভিন্ন ধরনের আসবাবপত্র ভাংচুড় করিয়া আনুমানিক ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা ক্ষতি করে। পরবর্তীতে আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে সফিউদ্দিনের লোকজন ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। এ বিষয়ে আমি সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছি।

 সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মিনহাজুল হক জানান, এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ কে এম মিজানুল হক জানান এই সংঘর্ষে  আহত ১০ জনের মধ্যে ৩ জন গুরুত্বও আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে আইনশৃক্সখলা পরিস্থিতির নিয়ন্ত্রণ আছে। একজনের লিখিত অভিযোগ পেয়েছি এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত