সিরাজদিখানে জাতীয় জন্ম ও মৃত্যু দিবস উদযাপন
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৩, ১৪:৫৯ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৯:২৪
‘জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি’- প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জ সিরাজদিখানে জাতীয় জন্ম ও মৃত্যু দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
আজ সোমবার সকাল সারে ১০ টায় উপজেলা কার্যালয়ের সামনে থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি শেষ হয়।
র্যালিতে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদদের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আঞ্জুমান আরা,কেয়াইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশ্রাফ আলী,শেখরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, উপজেলা স্বাস্থ্য ইনস্পেক্টর ইনচার্জ দীনেশ চন্দ্র মন্ডল, জৈনসার ইউনিয়ন পরিষদ চেযারম্যান রফিকুল ইসলাম দুদু,কোলা
ইউনিয়ন পরিষদ চেযারম্যান সাইফুল ইসলাম মিন্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা অংশগ্রহণ করেন। র্যালি শেষে সিরাজদিখান উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন নাগরিকের মৌলিক অধিকার। বর্তমানে সরকারি সুযোগ সুবিধা নিতে হলে প্রথমে প্রয়োজন জন্ম নিবন্ধন। একটি শিশু জন্ম নেওয়ার পর ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন বিনা খরচে করা যায়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিববৃন্দ, গ্রাম পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত