গুরুত্বর আহত এক নারী

সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ

  লতা মন্ডল

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ১৫:৫১ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ০০:১৯

মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন প্রতিবেশী রাধা রানী সরকারকে (৬২) লোহার শাবাল দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে, গুরুত্বর আহত রাধা হাসপাতালে কাতরাচ্ছে । আহত রাধা রানী সরকার ঢাকা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গত রবিবার ঘটনাটি ঘটেছে উপজেলার চিত্রকোট ইউনিয়নের গিরিনগর গ্রামে। এ ঘটনায় রাধা রানী সরকারের দেবর নৃপেন সরকার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে মঙ্গলবার বিকালে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত পরিবারের সদস্যরা হলেন রাধা রানী সরকার ও নৃপেন সরকার । আহত দুজন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসাধীন। এলাকাবাসী সূত্রে জানা যায়, জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল রাধা রানী সরকার,নৃপেন সরকার এবং পাশের বাড়ির মৃত: রোস্তম বেপারীর ছেলে আলম বেপারীর মধ্যে। আলম বেপারী তার বাড়ির সীমানা ছাড়িয়ে রাধা রানীর বসত বাড়ির থেকে তার সীমানার বাইরে থেকে জোরপূর্বক মাটি কাটিতে থাকলে বিবাদের সৃষ্টি হয়। অন্যায় ভাবে জোর করে হিন্দু পরিবারের বাড়ির মাটি আলম বেপারী লোক জন দিয়ে কেটে নিতে চাইলে বাধা দেওয়ায় নিয়ে রাধা রানী সরকার ও জিসান বেপারী,শেফালী বেগমের মধ্যে কথা- কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে রাধা রানী সরকার সহ তাঁর পরিবারের দুই সদস্য আহত হয়েছেন। রাধা রানী সরকারের দেবর নৃপেন সরকার বলেন বলেন, আমাদের সাথে আলম বেপারীর পরিবারের লোকজনদের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধ মীমাংসার জন্য কয়েক মাস আগে সালিস করে একটি খুঁটি পোঁতা হয়। আমাদের সীমানার ভিতর তাদের বালু চলে আসলে আমরা সব বালু নিজ খরচে উঠিয়ে দেই। কিন্তু এর পরেও জোর করে আমরা হিন্দু বিধায় আমাদের বাড়ি থেকে বেশী মাটি কেটে নিতে চাইলে আমর বড় বৌদী তাদের বাধা দিলে এ নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমার বৌদী রাধা রানী সরকার গুরুত্ব আহত হয়েছেন। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচার চাই। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত