সিরাজদিখানে ইউপি সদস্যের বাড়ি জোর করে দখলের পাঁয়তারা
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১৭:১১ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২১
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার মেকরনগর দক্ষিনহাটী গ্রামে এক মহিলা ইউপি সদস্যের বাড়ির জায়গা জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ওই বাড়ি জোর করে ভাড়াটে লোকজন নিয়ে পাকা খুটি ও টিন দিয়ে বেড়া দেয়া হয়েছে। এ ঘটনায় গত শনিবার ভুক্তভোগী শেখরনগর ৪.৫.৬নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যে ভালবাসা রাজবংশী বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার শেখরনগর ইউনিয়নের শেখরনগর দক্ষিহাটী গ্রামের প্রবাসী সাইদুর ইসলাম ও শফিকুল ইসলামের সঙ্গে একই গ্রামের মহিলা ইউপি সদস্যে ভালবাসা রাজবংশীর দীর্ঘ দিন ধরে বাড়ির জায়গা বন্টন নিয়ে বিরোধ চলে আসছে। গত শুক্রবার হেনা বেগমের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির ওঠানে পাকা খুটি ও টিন দিয়ে বেড়া দেয়। এতে বাধা দেওয়ায় হেনা বেগম ও তাঁর অকথ্য ভাষায় গালমন্দ করে মারধর করতে উদ্যত হয়। এ ঘটনার পর মহিলা ইউপি সদস্যে ভালবাসা রাজবংশী বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত হেনা বেগম বলেন, এ জমি আমাদের। আমরা এ জমির মালিক। জোর করে মহিলা ইউপি সদস্যে ভালবাসা রাজবংশী এ জমি দখল করে আছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত