সিরাজদিখানে ইউপি সদস্যের বাড়ি জোর করে দখলের পাঁয়তারা

প্রকাশ : 2024-08-28 17:11:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে ইউপি সদস্যের বাড়ি জোর করে দখলের পাঁয়তারা

মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার মেকরনগর দক্ষিনহাটী গ্রামে এক মহিলা ইউপি সদস্যের বাড়ির জায়গা জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ওই বাড়ি জোর করে ভাড়াটে লোকজন নিয়ে পাকা খুটি ও টিন দিয়ে বেড়া দেয়া হয়েছে। এ ঘটনায় গত শনিবার ভুক্তভোগী শেখরনগর ৪.৫.৬নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যে ভালবাসা রাজবংশী বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার শেখরনগর ইউনিয়নের শেখরনগর দক্ষিহাটী গ্রামের প্রবাসী সাইদুর ইসলাম ও শফিকুল ইসলামের সঙ্গে একই গ্রামের মহিলা ইউপি সদস্যে ভালবাসা রাজবংশীর দীর্ঘ দিন ধরে বাড়ির জায়গা বন্টন নিয়ে বিরোধ চলে আসছে। গত শুক্রবার হেনা বেগমের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির ওঠানে পাকা খুটি ও টিন দিয়ে বেড়া দেয়। এতে বাধা দেওয়ায় হেনা বেগম ও তাঁর অকথ্য ভাষায় গালমন্দ করে মারধর করতে উদ্যত হয়। এ ঘটনার পর মহিলা ইউপি সদস্যে ভালবাসা রাজবংশী বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযুক্ত হেনা বেগম বলেন, এ জমি আমাদের। আমরা এ জমির মালিক। জোর করে মহিলা ইউপি সদস্যে ভালবাসা রাজবংশী এ জমি দখল করে আছে।

 

সান