সিরাজদিখানে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ১৭:০০ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ০৩:০২
বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যাচার,নৈরাজ্যের হরতাল প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ। আজ রবিবার উপজেলা মোড়ের বাস স্ট্যান্ড চত্বরে দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিরাজদিখান আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্ব ও সিরাজদিখান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন সুরুজ, উপজেলা ভাইচ চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক ঢালী মোঃ শহিদ,উপজেলা আওয়ামীলীগ অর্থ সম্পাদক শেখ আব্দুল করিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনির হোসেন মিলন,রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড,আবু সাঈদ,রশুনিয়া ইউপি সদস্য জয়ন্ত ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, এই নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ দুর্বার গতিতে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামায়াতসহ দেশবিরোধী চক্র আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তারা সারাদেশে আগুন সন্ত্রাস চালিয়ে তারা শত শত মানুষকে পুড়িয়ে মেরেছে। এখন বিদেশে বসে তাদের এজেন্টরা একের পর এক ষড়যন্ত্র করে, গুজব ছড়িয়ে দেশের অর্থনীতি বিপর্যস্ত করার চেষ্টা করছেন। তাদের এই অপচেষ্টা কোনোদিনও সফল হবে না। মুজিব সৈনিকেরা যতোদিন রাজপথে আছে, তারেক-খালেদা গংদের রাজপথে নামতে দেওয়া হবে না।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত