সিরাজদিখানে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৯ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ১৯:৩৪
মুন্সিগঞ্জ সিরাজদিখান খারশুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৮ টায় উপজেলার ঢাকা-নবাবগঞ্জ সড়কের খারশুর বাজারের উত্তরে তালতলা নামক এলাকার হুমায়ুন পার্কের মধ্যবর্তী স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয় । তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর। পুলিশের ধারণা, কোন অজ্ঞাতনামা গাড়ীর ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মৃত্যুবরন করেছে ।
পুলিশ জানায়, আজ সকালে স্থানীয় লোকজন উপজেলার ঢাকা-নবাবগঞ্জ সড়কের খারশুর বাজারের উত্তরে তালতলা নামক এলাকার হুমায়ুন পার্কের মধ্যবর্তী স্থানে একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। শেখরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। লাশের নাক ও মুখ দিয়ে রক্ত বেড়িয়েছে । নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত