সারাদেশে সফলতার সাথে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

  জেলা প্রতিনিধিগণ

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১০:৩৩ |  আপডেট  : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৯

আদমদীঘিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, প্রামান্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও পোনা অবমুক্ত করা হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,বগুড়া জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম,জেলা আ’লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু,উপজেলা মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ। শেষে উপজেলার তিন জন শ্রেষ্ঠ মাছ চাষীকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। এর আগে উপজেলা চত্ত্বরে পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

আদমদীঘিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত

লৌহজংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন 

"নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর  উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সবশেষে  উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস শিকদার। উপজেলা মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী মনির হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন। এছাড়া  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মূনীর হোসেন মোড়ল, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মো. জহির ফকির, কনকসার ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য রাখেন। 

মিজানুর রহমান ঝিলু

লৌহজংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন 

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাবতলীতে র‍্যালি ও মাছ অবমুক্ত ও পুরস্কার বিতরণ

জাতীয় মৎস্য সপ্তাহ-২৩ইং উপলক্ষে মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে র‍্যালি , আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। এরপর মডেল থানা পুকুরে পোনামাছ অবমুক্ত করেন অতিথিবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বুলবুল আহম্মেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সফল মৎসচাষী আনোয়ারুল ইসলাম টিটু ও পেস্তা মন্ডল। এসয়য় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভূইয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসেন, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আব্দুর রশিদ প্রমূখ। শেষে সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত সফল মৎস্যচাষীরা হলেন, আনোয়ারুল ইসলাম টিটু, জহুরুল ইসলাম সজল, জাহেদ ইবনে মোহাম্মাদ, জাহিদুল ইসলাম স্বপন, বিকাশ চন্দ্র ও আবু হানিফ।

আল আমিন মন্ডল

গাবতলীতে র‍্যালি ও মাছ অবমুক্ত ও পুরস্কার বিতরণ


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত